ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জের ছাত্রদলের একাংশের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পহেলা জানুয়ারী বিকেলে আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী ব্যানারে শোভাযাত্রাটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম সুমন, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক পারভেজ হোসেন, সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অনিক হাছান মাছুম, পৌর ছাত্রদল নেতা অপু পাটওয়ারী, তানজিল হোসেন।

বক্তারা বলেন, ১৯৭৯ সালের পহেলা জানুয়ারী বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা পরবর্তী সময়ে বহু চড়াই-উৎরাই পেরিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ছাত্র সংগঠনে পরিনত হয়েছে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাফিকুল ইসলাম, মামুনুর রশীদ, কাউছার হোসেন প্রমূখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ১ জানুয়ারি ২০২৪

Share