বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাহরাস্তি উপজেলার অধীনস্থ সকল ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
১ মার্চ সোমবার উপজেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটির আহবায়ক এ বি এম পলাশ ও সদস্য সচিব আসগর হোসেন মিয়াজী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রাম এবং সংগঠনকে গতিশীল ও সু-সংগঠিত করার লক্ষ্যে দেশব্যপী কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলা শাখার শাহরাস্তি উপজেলা শাখার অধীনস্থ সকল ইউনিয়ন ছাত্রদল, ওয়ার্ড ছাত্রদল ও কলেজ ছাত্রদলের কমিটি ১মার্চ তারিখ হতে বিলুপ্ত ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে অতি দ্রুত তৃণমূল নেতাকর্মীদের মতামতের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সকলকে তথ্য ফরম সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
শাহরাস্তি প্রতিনিধি,২ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur