আন্তর্জাতিক নিউজ ডেস্ক :
ছাত্রকে ধর্ষণের দায়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কার্ডিনাল ম্যাকক্যারিক উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের সাবেক ক্যাথলিক শিক্ষিকা ফাতিমা গ্রুপিকোকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরর অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর মে মাসে ১৭ বছরের এক ছাত্রকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন ফাতিমা গ্রুপিকো। ওই ২৪ বছর বয়সী শিক্ষিকার বিরুদ্ধে যৌন নির্যাতন ও শিশু অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ উঠে।
মিডলসেক্স কাউন্টি অফিসের আইনজীবী অ্যান্ড্রু কেরি বলেন, ফাতিমা গ্রুপিকোকে কোনো জামিন ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের মে মাসে স্কুলে এই ধর্ষণের ঘটনা ঘটে। এর দায়ে তিনি চাকরিও হারান। এ নিয়ে তদন্ত এখনও চলছে।
আপডেট : বাংলাদেশ সময় : ১২:৫৭ পূর্বাহ্ন, ২৯ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur