Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ছাগল বিতরণের ২০দিনের মধ্যে ১৩টির মৃত্যু
ছাগল
মতলব দক্ষিণে নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা মৃত ছাগল

মতলবে ছাগল বিতরণের ২০দিনের মধ্যে ১৩টির মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কার্ডধারী বেকার জেলেদের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিতরণের ২০ দিনের ব্যবধানে ৩০টি ছাগলের মধ্যে ১৩টি মারা গেছে বলে জানা গেছে। এতে ভুক্তভোগী জেলেরা হতাশ ও ক্ষুব্ধ। এ ঘটনায় মৎস্য বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারকে ছাগল ক্রয়ে অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেছেন জেলেরা।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, নিবন্ধিত জেলেদের পুনর্বাসন প্রকল্পে বিকল্প কর্মসূচির আওতায় গত জানুয়ারির মাঝামাঝিতে বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উপজেলার জেলেদের জন্য ৬০টি ছাগলের বরাদ্দ আসে। এর মধ্যে গত ২৬ জানুয়ারি উপজেলার মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার ১৫ জেলের প্রত্যেককে দুটি করে মোট ৩০টি ছাগল দেওয়া হয়।

ছাগল কেনার জন্য উপজেলা মৎস্য অধিদপ্তর টেন্ডার আহবান করে। কার্যাদেশ শেষে মো.জামাল নামের স্থানীয় এক ঠিকাদার ওই ছাগল কেনার দায়িত্ব পান। তিনি ২ লাখ ৪০ হাজার টাকায় ৩০টি ছাগল কিনে স্থানীয় মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। প্রতিটি ছাগল কিনতে খরচ দেখানো হয় ৮ হাজার টাকা করে।

জেলে ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি চরমুকুন্দি গ্রামের আনোয়ার হোসেন প্রধানের দুটি ছাগল প্রথমত মারা যায়। এরপর গত কয়েক দিনে চরমুকুন্দি গ্রামের জেলে মিলন সরকার, বোরহানউদ্দিন প্রধান, জাহাঙ্গীর আলম, ও সাজু মিয়ার দুটি করে এবং আলী আক্তার সরকার, মোজাম্মেল সরকার ও জাকির হোসেনের একটি করে আরও ১১টি ছাগল মারা যায়। বাকি ছাগলগুলোও অসুস্থ। চরমুকুন্দি এলাকার জেলে বোরহানউদ্দিন প্রধান বলেন, যে দুটি ছাগল পেয়েছেন সেগুলো দুধের বাচ্চা ও রোগাক্রান্ত। বাড়িতে নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে। খায়নি কিছুই। আনার দুদিন পর দুটো ছাগলই মারা যায়।

এলাকার জেলে আলী আক্তার সরকারের অভিযোগ , তার দুটি ছাগলের একটি মারা গেছে। আরেকটির অবস্থা খারাপ। এসব ছাগলের প্রতিটির বাজারদর দেড়-দুই হাজার টাকা হবে। ছাগল কেনায় মৎস অধিদপ্তর ও ঠিকাদারের অনিয়ম ও দুর্নীতি এ জন্য দায়ী। ছাগল ক্রয়ের ঠিকাদার মো.জামাল বলেন, আকারে খুব ছোট হলেও কেনার সময় সেগুলো সুস্থ ছিল। পরে অসুস্থ হয়ে কেন মারা গেল জানেন না। টেন্ডারের নিয়ম মেনেই ছাগলগুলো কিনেছেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ঠিকাদারের মাধ্যমে ওই ছাগলগুলো ক্রয় করে নিবন্ধনিত জেলেদের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেককে দুটি করে ছাগল দেওয়া হয়েছে। যেসব জেলেদের ছাগর মারা গেছে তাদেরকে ওই ঠিকাদার ছাগল ক্রয় করে দিবেন।

প্রতিবেদক: মাহ্ফুজ মল্লিক, ১৬ ফেব্রুয়ারি ২০২২