আন্তর্জাতিক

ছবিতে মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনা

শুক্রবার মাগরিবের নামাজের ১৫ মিনিট আগে পবিত্র কাবা ঘরকে ঘিরে রাখা মসজিদুল হারামে ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় এখন পর্যন্ত ৮৭ জনের মৃত্যু এবং ২০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চলতি মাসের শেষ নাগাদ মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন হজ। তাই ইতিমধ্যে বহু হজযাত্রী সেখানে জড়ো হয়েছেন। দুর্ঘটনার আগে বিপুল সংখ্যক মানুষ মাগরিবের নামাজের জন্য সেখানে জড়ো হয়েছিলেন। এ কারণেই হতাহতের সংখ্যা এতো বেশি।

মসজিদুল হারামের ওই অংশটির বর্ধিতকরণ গত বছর থেকেই শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। হজের সময় মানুষের স্থান সঙ্কুলান না হওয়ায় মসজিদুল হারাম আরো চার লাখ বর্গমিটার বাড়ানো হচ্ছে। এটি হলে এক সাথে ২২ লাখ মানুষ এখানে নামাজ পড়তে পারবেন।

গত বুধবারের তোলা ছবিতে ক্রেনসহ কাবার দৃশ্যটি এমন ছিল

শুক্রবার ভেঙে পড়া ক্রেনটি এই নির্মাণ প্রকল্পেরই অনেকগুলোর ক্রেনের মধ্যে একটি।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যসহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এমন কিছু ছবি দেখুন..

Share