আন্তর্জাতিক

চড়-থাপ্পরের প্রতিযোগিতা!

পৃথিবীতে কত অদ্ভুত প্রতিযোগিতার কথাইতো শোনা যায়। তবে চড়-থাপ্পর নিয়ে কোন প্রতিযোগিতার খবর আগে কখনো শোনা যায়নি। সম্প্রতি রাশিয়ায় কে কত জোরে চড় মারতে পারে আর তা সহ্য করার ক্ষমতার উপর এক প্রতিযোগিতা হয়েছে। আর সেই প্রতিযোগিতার একটি ভিডিও এখন ভাইরাল।

রাশিয়ান বিয়ারস নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২ মে ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় প্রতিযোগিরা বিভিন্ন ধাপ অতিক্রম করে চূড়ান্ত পর্যায়ে গিয়ে একজন প্রথম স্থান অধিকার করেছেন। এ প্রতিযোগিতায় বিভিন্ন ধাপে একে অপরকে চড়-থাপ্পর মারতে দেখা যায়।

এ খেলায় প্রথমে এক প্রতিযোগী তার প্রতিদ্বন্দ্বীকে সর্বোচ্চ শক্তি দিয়ে একটি চড় মারেন। এরপর সেই প্রতিদ্বন্দ্বী চড়টি হজম করে ওই প্রতিযোগীকে কষে চড় মারেন। এভাবে এক পর্যায়ে একজন নিজে থেকে হার মানেন। এভাবে গ্রুপ ভিত্তিক কয়েকটি পর্যায়ে এ খেলা অনুষ্ঠিত হয়। ভিডিওতে সর্বশেষ একজনকে বিজয়ী হতে দেখা যায়। গোটা ভিডিওতেই চড়ের ‘ঠাস-ঠাস’ শব্দ দর্শকদের মাতিয়ে রাখে!

Share