চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভলিবল ফাইনাল খেলায় চাঁদপুর সরকারি কলেজ কে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাবুরহাট এলআরবি ক্লাব।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ৩ সেটের মধ্যে (২৫-২৩), (২৫-১৯) সেটে পরপর ২ খেলায় জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় বাবুরহাট এলআরবি ক্লাব।
খেলা শেষে খেলোয়ারদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
এ সময় ভলিবল উপ-কমিটির আহবায়ক আবুল কাশেম আখন্দ, সদস্য সচিব তপন চন্দ্র, ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, সাবেক ভলিবল খেলোয়ার মোহাম্মদ আলী পাঠান, মুক্তিযোদ্ধা ছানাউল্ল্যাহ খান, চাঁদপুর সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক স্বপন কুমারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন মো. মফিজুল ইসলাম ও মো. মাসুদুর রহমান।
বাবুরহাট এল আর বি ক্লাবের খেলোয়াড়রা হলেন- হেলাল, তারেক, তোফায়েল, সাব্বির, হাবিব, রাজন, সাইফুল রাফায়েল, ফরহাদ।
চাঁদপুর সরকারি কলেজের খেলোয়াড়রা হলেন- মামুন, জাহিদ হোসেন, আল-আমিন, নাজির আহম্মদ, এমরান তপাদার, সিয়াম তপাদার, হাসান তপাদার, রুপম খান, মাহফুজ, জাবেদ, রুহুল আমিন, মাসুদ।
প্রসঙ্গত, টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ গ্রহণ করেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ২: ০০ এএম, ১৮ জানুয়ারি ২০১৭, বুধবার
ডিএইচ