Home / জাতীয় / চৌদ্দগ্রামে তিন মামলায় খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত নেতাদের অব্যাহতি
মামলায়

চৌদ্দগ্রামে তিন মামলায় খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত নেতাদের অব্যাহতি

কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা, বাসে অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (৭ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে সন্ধ্যায় মামলাগুলো থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়।

কুমিল্লা জেলা সরকারি কৌশলী কাইমুল হক রিংকু জানান, ২০১৫ সালে চৌদ্দগ্রামের জগমোহনপুর ও হায়দারপুর এলাকায় পৃথক দুটি পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহত হয়।

ঘটনার সময় খালেদা জিয়া গুলশানের বাসায় অবরুদ্ধ ছিলেন। শুনানিতে তার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি।

মোট তিনটি মামলাই রাজনৈতিক বিবেচনায় দায়ের হয়েছিল উল্লেখ করে আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়।

আদালতের নির্দেশে এখন থেকে চৌদ্দগ্রাম থানায় খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০৭ জুলাই ২০২৫