Home / সারাদেশ / চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দু’মেয়র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ (ভিডিওসহ)
চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দু’মেয়র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ (ভিডিওসহ)

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দু’মেয়র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ (ভিডিওসহ)

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান এবং একই পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্রপ্রার্থী) ইমাম হোসেন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে সমর্থকদের মধ্যে সংঘর্ষ।

সোমবার বিকেলে সাড়ে চারটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। এসময় ইউনিয়ন পরিষদ কার্যালয় ১০টি মোটর সাইকেল ২টি মাইক্রো বাস ও ফুটপাতের দোকানপার্টে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।

পুলিশ কয়েকশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিত নিয়ন্ত্রেণে আনে। ২ পুলিশ সহ আহত হয় ১০।

পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমান এবং একই পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় উত্তেজিত সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকারেও আগুন দেয়। এতেই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমান এবং ইমাম হোসেন একে অপরের প্রতি দোষারোপ করে বক্তব্য দিয়েছেন।
তারা বলেন, অপর পক্ষের অনুসারীরা আমাদের প্রচারণায় বাধা দিয়ে হামলা করেছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে চাঁদপুর টাইমসকে  জানান, তিনি সরকারি কাজে কুমিল্লার বাইরে রয়েছেন, তবে একই এলাকায় একই দলের দুই প্রর্থীর নির্বাচনী প্রচারণা চলাকালে বিকেল চারটার দিকে চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আলী আশরাফ ঘটনা স্থলে গেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।’

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আলী আশরাফ ঘটনা স্থল থেকে মোবাইল ফোনে জানান, সংঘর্ষের সময় উত্তেজিত সমর্থকরা স্থানীয় বাজারের দোকানপাটে হামলা ও ভাংচুর চালিয়েছে, এতে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা কোনো মামলা কিংবা কাউকে আটক করা হয়নি।
সংঘর্ষের video দেখুন..