সংবাদ শিরোনাম
Home / বিশেষ সংবাদ / চৌকিদার “ময়না” ছেলেটিকে সমকামিতার আহ্বান করে : হ্যাপী
চৌকিদার "ময়না" ছেলেটিকে সমকামিতার আহ্বান করে : হ্যাপী

চৌকিদার “ময়না” ছেলেটিকে সমকামিতার আহ্বান করে : হ্যাপী

‎Tuesday, ‎14 ‎July, ‎2015  01:02:36 AM

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক

আলোচিত মডেল তারকা নাজনীন আক্তার হ্যাপী মঙ্গলবার রাত মঙ্গলবার রাত ‎সাড়ে ১২টার দিকে ফেসবুকে দেয়া এক স্টাটাসে রাজন হত্যার বিষয়ে জানান,

চাঁদপুর টাইমস পাঠকদের জন্য হ্যাপীর স্টাটাসটি হুবুহু তুলে ধরা হলো।

‘চুরির অভিযোগে রাজনকে পিটিয়ে হত্যা করা হল কিন্তু স্বজনরা বলছেন রাজন চোর ছিল না। চৌকিদার “ময়না” তাকে সমকামিতার আহ্বান করে। ছেলেটা রাজি হয়নি। পরদিন আবার ধরে। কাবু করতে না পেরে চুরির দায়ে ফাঁসিয়ে দেয়। চৌকিদার, দোকানের মালিকদের অভিযোগ করে রাজন চোর। ব্যস !

আসামী পরিবার থেকে চুরির ঘটনা স্বীকার করার জন্যে অলরেডি ১০ লাখ টাকা দেয়ার প্রস্তাব দিয়েছে রাজনের ফ্যামিলিকে, এতে কেস হালকা হবে। গণপিটুনির মামলা হলে তো কথাই নেই। চার্জশিটের এক নাম্বার আসামী ছাড়া বাকিরা জামিন পেতে সুবিধা হবে। কিছুদিন পরে ১ নাম্বার আসামিও ছাড়া পাবে। আর কি চাই? সুদূর আমেরিকার সমকামিতা বৈধতার যে প্রভাব এদেশের মানুষের প্রোফাইল পিকচারে পড়ে রংধনু হয়েছিল তার বাস্তব প্রতিফলন আসলে দেখা গেল এভাবে। তালিয়া …

তবুও চাই বিচার হোক খুনীদের, ফাঁসিই যেন হয় একমাত্র শাস্তি … একজন রাজন খুন হওয়ার সাথে খুন হয়েছে মনুষ্যত্ব। জাতি হিসেবে এর চেয়ে লজ্জার আর কি আছে ?

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।

চাঁদপুরটাইমসপ্রকাশিত/প্রচারিতকোনোসংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিওকনটেন্টকপিরাইটআইনেপূর্বানুমতিছাড়াব্যবহারকরাযাবেনা