Home / চাঁদপুর / চাঁদপুরে চোর সন্দেহে দুজনকে রক্তাক্ত জখম ও চুল কেটে নির্যাতন
চোর সন্দেহে

চাঁদপুরে চোর সন্দেহে দুজনকে রক্তাক্ত জখম ও চুল কেটে নির্যাতন

চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামে পাওনা টাকা আনতে গেলে দুজনকে মেরে রক্তাক্ত জখম করে এবং মাথার চুল কেটে শারীরিক নির্যাতন করা হয়েছে। আহত সৈয়দ আলী (৪০) ও সিএনজি চালক মানিক খানকে চাঁদপুর মডেল থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছেন।

২৩ এপ্রিল শুক্রবার বিকেলে ওই গ্রামের আফজাল হোসেনের ব্রিকফিল্ড ও সফিউল্ল্যাহর মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত সৈয়দ আলী চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাজার গাঁও গ্রামের আব্দুল আজিজ বেপারীর ছেলে, এবং সিএনজি চালক মানিক খান খলিসাডুলী গ্রামের মৃত ফগারী খানের ছেলে।

আহত সৈয়দ আলী জানান,আমি ওই এলাকার রিপন নামে একজনের কাছে ১ হাজার টাকা পাই। সেই টাকা আনার জন্য আমি সিএনজি চালককে সাথে নিয়ে ওই এলাকায় গেলে মধ্যতরপুরচন্ডী এলাকার মৃত শামসুল বেপারীর ছেলে আলম কসাই ও সিরাজ পাটোয়ারীর ছেলে মোহাম্মদ হোসেন পাটোয়ারী ছিডু কসাই আমাদেরকে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে দুজনকে রক্তাক্ত জখম করেন। তারা দুজন মিলে আমাদের মাথার চুল এলোপাতারি কেটে শারীরিকভাবে নির্যাতন চালায়। তারা আমাদের কোন কথাই শুনতে রাজি হননি।

তিনি আরও বলেন, আমি যার কাছে টাকা পাই সেই রিপনের সাথে আলম কসাই ও ছিডু কসাইয়ের পূর্বের দ্বন্দ্ব রয়েছে। তার জন্য তারা আমাদেরকে এভাবে মারধর করে রক্তাক্ত জখম করেছেন এবং আমাদের দুজনের মাথার চুলগুলো এলোপাতাড়িভাবে কেটে ন্যাড়া করে দিয়েছেন। পরে পুলিশ গিয়ে আমাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত আলম কসাইয়ের সাথে মুঠোফোনে কথা হলে তিনি নিজের দোষের কথা এরিয়ে বলেন, তারা দুজন ছাগল চুরি করেছে। এজন্য জনগণ তাদেরকে মারধর করেছে। তিনি আরো বলেন তাদের মাথার চুল আমি কাটিনি সেগুলো ছিডু কসাই কেটেছে।

চাঁদপুর মডেল থানার এএসআই শেখ মোঃ মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে ট্রিপল নাইনে ফোন করে বিষয়টি চাঁদপুর মডেল থানায় অবগত করলে আমি ঘটনাস্থল থেকে তাদের দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি।তারা যদি চুরি করার অপরাধ করে থাকে তাও একজন মানুষকে কেউ এভাবে আঘাত করতে এবং চুল কেটে শারীরিক নির্যাতন করতে পারে না।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,২৩ এপ্রিল ২০২১