চাঁদপুরের মেঘনায় কোস্টগার্ডের নিয়মিত অভিযানে ৫ শ লিটার চোরাই তেল জব্দ করা হয়েছে। কোস্টগার্ড জানায় ৯ ডিসেম্বর বুধবার বিকেলে রুটিন টহলের মোহনপুরে বাহাদুরপুর, দশআনি এলাকায় অবৈধ তেল পাচারকারী বোটকে ধাওয়া করলে তেল পাচারকারী দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী চরে বোট রেখে পালিয়ে যায়।
এসময় টহল দল ১৪ জ্যারিক্যান অবৈধ তেল (ডিজেল) আনুমানিক ৫০০ লিটার (আনুমানিক মূল্য ৩০,০০০ হাজার টাকা) সহ স্টিলবডি বোট জব্দ করতে সক্ষম হয় উক্ত অভিযানে কন্টিনজেন্ট কমান্ডার হিসাবে উপস্থিত ছিলেন মতিন, পিও (মেড) এবং কোস্টগার্ড এর টহল দলের অনান্য সদস্যরা।
জানা যায়, বড় নদীপথে বিভিন্ন ওয়েল ট্যাংকার হতে কোন রকম বৈধ কাগজপত্র ব্যাতিত প্রায় এভাবে তেল নামিয় বিক্রি করে এসকল অবৈধ চক্র।
পরবর্তীতে স্টেশন কমান্ডার চাঁদপুরের লেঃ আসাদুজ্জামান, বিএন নির্দেশনা অনুযায়ী স্টিলবডি নৌকা এবং অবৈধ তেল স্টেশান চাঁদপুরে নিয়ে আসা হয় এবং নির্বাহী মেজিস্ট্রেট এর মধ্যমে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ সংক্রান্ত আগের প্রতিবেদন : চাঁদপুরে নদীপথে রাতের আঁধারে ফের সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, ৯ ডিসেম্বর ২০২০