চোখের সামনে ডুবে মরলো কন্যা তবুও বাবা কাউকে ছুঁতে দিলেন না

নিউজ ডেস্ক:

 পর্দাপ্রথা যে এখনো অনেকেই কঠোরভাবে মেনে চলেন তার প্রমাণ দিলেন এক বাবা। বেগানা পুরুষেরা গায়ে স্পর্শ করবে তাই তরুণী মেয়েকে সবার চোখের সামনে সাগরে ঢুবে মরতে দিলেন!

গত রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই সমুদ্র উপকূলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ওই তরুণী সমুদ্রে যখন ঢুবতে শুরু তখনই স্থানীয় উদ্ধারকারী দল তার দিকে ছুটে যায়। কিন্তু হঠাৎ প্রতিরোধের দেয়াল হয়ে সামনে দাঁড়ান বাবা। রীতিমতো লড়াই করে তাদের ঠেকিয়ে দেন তিনি। চোখের সামনে মেয়েটি ডুবে মরে।

আরব আমিরাতের একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে সমুদ্রের ধারে ছুটি কাটাচ্ছিল একটি পরিবারের সদস্যরা। সেসময়ে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে একটি মেয়ে হাবুডুবু খেতে থাকে। ঘটনাটি দেখে উদ্ধারকারী দল বাঁচাতে গেলে মেয়েটির বাবা তাদের আটকে দেন।

উদ্ধারকারী দলের কর্মকর্তা আহমেদ বারকিবাহ জানান, মেয়েটি খুব কাছে চলে গিয়েছিল উদ্ধারকারী দলের সদস্যরা। তবে তার বাবার জন্য শেষপর্যন্ত মেয়েটিকে বাঁচানো যায়নি। ঘটনার পরে বাবাকে আটক করা হয়েছে বলে জানান তিনি

চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।

Share