সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, চোখের দৃষ্টিশক্তি না থাকলে কান দিয়েও দেখা সম্ভব। গবেষকরা এমনই একটি ডিভাইস তৈরি করেছেন যা চোখের দৃষ্টিকেই কানের মাধ্যমে দেখিয়ে দেবে। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘ভয়েস’ নামের এ ডিভাইসটি তৈরি করেছেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন-এর গবেষকরা। প্রতিষ্ঠানটির ১১৯তম বার্ষিক সভায় এ উদ্ভাবনটি বিষয়ে জানানো হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, কোনো জিনিস চোখে না দেখলেও সে জিনিসটি বিষয়ে পুরো ধারণা দেবে ভয়েস। দৃশ্যমান বস্তুগুলোর বর্ণনা কানে শোনাবে এবং দৃষ্টি প্রতিবন্ধীর জন্য কোনো বিষয়ে ধারণা দেবে।
গবেষক মাইকেল প্রোলাক্স জানিয়েছেন, আমরা ভাবি শুধু চোখের মাধ্যমেই কোনো বিষয় দেখা যায়। আসলে দেখার অনুভূতিটা সৃষ্টি হয় মস্তিষ্কে। তাই চোখে দেখার অনুভূতি নষ্ট হলেও অন্য কোনো ইন্দ্রিয়ের সাহায্যে সেটি মস্তিষ্কে পৌঁছে দেয়া সম্ভব।
গবেষকরা জানিয়েছেন, ‘ভয়েস’ ডিভাইসটি দীর্ঘদিন ব্যবহারে অভ্যস্ত হয়ে গেলে চোখের দেখাটাই কান দিয়ে দেখা যাবে।
নিউজ ডেস্ক ।। আপডেট ১০:০৮ পিএম,০৩ জুলাই ২০১৬,রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur