চাঁদপুর সদরের ১০ ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা পেলেন ৬ পাটওয়ারী

দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১০‌টি ইউনিয়নে (নৌকা প্রতীকে) আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। তবে নৌকার মনোনিত এই ১০ ইউপির ৬ জন চেয়ারম্যান প্রার্থী হলেন পাটওয়ারী বংশের, আর বাকিরা অন্যান্য বংশের।

১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ড প্রার্থীদের চূড়ান্ত তালিকা করা হয়। পরে দলের ধানমন্ডি কার্যালয় থেকে চট্টগ্রাম বিভাগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

চাঁদপুর সদরের ১০ ইউপির মধ্যে নৌকার মনোনীত পাটওয়ারী বংশের ৬ প্রার্থীরা হলো- সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী,শাহমাহমুদপুর ইউনিয়নে মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, রামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউনিয়নে মো. নুরুল ইসলাম পাটওয়ারী, চান্দ্রা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, বালিয়া ইউনিয়নে রফিক উল্যাহ পাটওয়ারী।

অন্যান্যরা হলেনঃ চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, তরপুরচন্ডী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল ও হানারচর ইউনিয়নে মো. মুকবুল হোসেন মিয়াজী।

এবার উপজেলায় ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নতুন মুখ ৪ জন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হয় ১৭ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই বাছাই ২১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট

Share