চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শুক্রবার সকালে নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনির হোসেন প্রধানীয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকার শাহবাগ থানা আওয়ামীলীগের সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জি.এম আতিকুর রহমান।
প্রধান অতিথি তার বক্তেব্য বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের নির্দেশে কচুয়ায় ইউনিয়ন ব্যাপী চেয়ারম্যান পদে প্রার্থীতা বাছায়ের কার্যক্রম চলছে। আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকায় দলে এখন নেতার অভাব নেই। কিন্তু দুর্দিনে যারা তৃনমূল নেতাকর্মীদের খবর রাখেনি তাদের চিহ্নিত করে সঠিক ও সৎ যোগ্য চেয়ারম্যান বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত করতে হবে। এমন প্রার্থী বাছাই করবেন না যে প্রার্থী মাঝপথে ডুবে যায়। যার কাছে ইউনিয়নবাসী নিরাপদ এমন যোগ্য প্রার্থীকে আগামীতে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রতীক দেয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি মিঞা মো. শাহাদাৎ হোসেন,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, যুগ্ন সাধারন সম্পাদক মো. শাহজাহান,জাহাঙ্গীর হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,জিয়াউর রহমান হাতেম,সদস্য ডা. সামছুদ্দোহা,নিজাম প্রমুখ। বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সারওয়ার,সাবেক সাধারন সম্পাদক বিল্লাল হোসেন,কৃষক লীগ নেতা আবু বকর মিয়াজী প্রমুখ।
এসময় তৃনমূল আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে ৮জন প্রার্থীর নাম প্রস্তা আসে। তারা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান মো. কবির হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিন উদ্দিন,আওয়ামী লীগ নেতা সোহাগ মিয়া,শাহজাহান প্রধানীয়া,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মনির হোসেন,আওয়ামী লীগ নেতা আলমগীর মিয়াজী,ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুর রহমান মুন্সী ও সাংবাদিক এম মফিজুল ইসলাম ভূঁইয়া জনি।
এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ ফেব্রুয়ারি ২০২১