রাত পোহালেই হাজীগঞ্জের ৩০ চেয়ারম্যান প্রার্থীর ভোট যুদ্ধ

রাত পোহালেই চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। ২৬ ডিসেম্বর রোববার সকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ দাপের নির্বাচন। নির্বাচন সম্পন্ন হওয়ার লক্ষে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রশাসন। শুক্রবার মধ্যরাত পর্যন্ত প্রচার প্রচারণা শেষে ভোট কেন্দ্রে ভোটারদের শান্তিপূর্ণ উপস্থিতি কামনা করে কাঙ্খিত ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন প্রার্থীরা।

উপজেলা নির্বাচন অফিস সৃত্রে জানা যায়, এবারের নির্বাচনে হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ২ লক্ষ ২৪ হাজার। ৯৯ টি ওয়ার্ডের ভোট কেন্দ্রে নারী পুরুষের জন্য একাধিক বুথের ব্যবস্থা রাখা হয়েছে।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এগারো চেয়ারের জন্য চেয়ারম্যান পদে ৭২ জন মনোনয়ন দাখিল করলে প্রত্যাহার শেষে সর্বশেষ মাঠে লড়ছেন ৩০ জন প্রার্থী।উপজেলা সংরক্ষিত (নারী) সদস্য পদে লড়ছেন ৮৭ জন প্রার্থী। তাছাড়া ৯৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে লড়ছেন ৪ শত ৮ জন প্রার্থী।

হাজীগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান পদে লড়ছেন যারা

হাজীগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপিমনা স্বতন্ত্র প্রার্থীদের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এতে দেখা যায় ১ নম্বর রাজারগাঁও ইউপিতে নৌকার প্রার্থী আ. হাদী মিয়ার সাথে আওয়ামী লীগের বিদ্রোহী রফিকুল ইসলাম, ২ নম্বর বাকিলা ইউপিতে নৌকার প্রার্থী হাবিবুর রহমান লিটনের সাথে বিএনপির স্বতন্ত্র মিজানুর রহমান , ৩ নম্বর কালচোঁ উত্তর নৌকার প্রার্থী মানিক হোসেন প্রধানীয়ার সাথে মূল কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।

৪ নম্বর কালচোঁ দক্ষিণে নৌকার প্রার্থী আক্তার হোসেন মিকনের সাথে বিএনপির স্বতন্ত্র গোলাম মোস্তফা স্বপন, ৫ নম্বর হাজীগঞ্জ সদরে নৌকার প্রার্থী আলহাজ্ব সফিকুর রহমান মীরের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী ইউসুফ প্রধানীয়া সুমন, ৬ নম্বর বড়কূল পূর্ব নৌকার প্রার্থী আহসান হাবীবের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী মজিবুর রহমান ও বিএনপির স্বতন্ত্র ইমান হোসেন, ৭ নম্বর বড়কূল পশ্চিম নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজীর সাথে বিএনপির স্বতন্ত্র হেলাল মিজি, ৮ নম্বর হাটিলা পূর্ব নৌকার প্রার্থী মোস্তফা কামালের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী সোহরাব হোসেন ।

৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর নৌকার প্রার্থী কাজী নুরুর রহমান বেলালের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী রফিকুল ইসলাম, ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ নৌকার প্রার্থী গিয়াসউদ্দিন বাচ্চুর সাথে বিএনপির নাসির হোসেন ও ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউপিতে নৌকার প্রার্থী মজিবুর রহমানের সাথে বিএনপির স্বতন্ত্র ইমাম হোসেন লিটন।

নির্বাচনের প্রস্তুতি বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আমাদের নির্দেশনা অনুযায়ী একটি অবাদ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। ভোট কেন্দ্রে যেন ভোটার উপস্থিতিতে কোন প্রকার ভয় ভিতি না পায় সেই ধরনের আস্থা রেখে কাজ করে যাচ্ছি। আশাকরি এ উপজেলায় শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়, ২৫ ডিসেম্বর ২০২১

Share