কচুয়া বিতারায় স্বতন্ত্র প্রার্থীকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থন

আসন্ন ইউপি নির্বাচনে কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান পদে মো. ইসমাইল ভূঁইয়াকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন অপর দুই চেয়ারম্যান প্রার্থী হাজী মো. শাহজাহান ও মো. শরীফুল ইসলাম সরকার।

সোমবার বিকালে বিতারা পূর্ব অঞ্চলীয় নাগরিক ঐক্য ফোরামের আয়োজনে বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় ইসমাইল ভূঁইয়াকে সমর্থন দেয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোসলেম মোল্লা ও অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজান সরকার।

এসময় মুক্তিযোদ্ধা অলি উল্যাহ সরকার,আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মেম্বার,ইউনুছ মিয়া,জাহাঙ্গীর আলম জিল্লু, জাকির হোসেন মেলিটারী,তাফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ৪ ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ ডিসেম্বর ২০২১

Share