সারাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২ জেলার চেয়ারম্যান নির্বাচিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২ জেলার চেয়ারম্যান নির্বাচিত হলেন। যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

এ ছাড়াও কাউন্সিলর পদে ১শ’৩৯ জন, সাধারণ এবং সংরক্ষিত হিসেবে ৫৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৬১ জেলা পরিষদের নির্বাচন প্রার্থীরা এখন প্রতীকসহ প্রচারণায় ব্যস্ত ।

ইসি কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ মনোনীত নারায়ণঞ্জে আনোয়ার হোসেন, গাজীপুরে মো. আখতারুজ্জামান, ঠাকুরগাঁওয়ে সাদেক কোরাইশী, জয়পুরহাটে আরিফুর রহমান রকেট, নাটোরে সাজেদুর রহমান খান, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস, যশোরে শাহ হাদিউজ্জামান, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, ঝালকাঠিতে সরদার শাহ আলম, ভোলায় আবদুল মোমিন টুলু, নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, নওগাঁয় একেএম ফজলে রাব্বি, কুষ্টিয়ায় রবিউল ইসলাম, ফেণীতে আজিজ আহমেদ চৌধুরী, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, ঢাকায় মো. মাহবুবুর রহমান, হবিগঞ্জে ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, চট্টগ্রামে মোহাম্মদ আব্দুস সালাম, টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক ও ফরিদপুরে মো. লোকমান মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৩৯ জেলায় ১শ’ ২৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, সাধারণ সদস্য পদে ২ হাজার ৯ শ’ ৮৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮শ’৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাধারণ সদস্য ১শ’ ৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান ছাড়াও প্রতিটি জেলায় ১৫ জন সাধারণ সদস্য ও পাঁচজন নারী সদস্য নির্বাচিত হবেন। ভোট দিবেন নির্বাচিত জনপ্রনিধিরা।

প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপির চেয়ারম্যান ও সদস্যরা ভোট দেবেন। প্রচার-প্রচারণা চলবে ১৫ দিন। জেলা পরিষদে ভোটার রয়েছেন ৬৩ হাজার ১শ’৪৩ জন।

পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপির চেয়ারম্যান ও সদস্যরা ভোট দেবেন। জেলা পরিষদে মোট ভোটার রয়েছেন ৬৩ হাজার ১৪৩ জন। যার মধ্যে ৪৮ হাজার ৩শ’৪৩ জন পুরুষ এবং ১৪ হাজার ৮শ’ জন নারী। (দৈনিক সংবাদ)

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ১১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার
এজি/এইউ

Share