হাজীগঞ্জের ১নং রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হাদী মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে ফুসলে উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে স্থানীয় রাজারগাঁও বাজারে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত হন প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।
মিছিলটি রাজারগাঁও বাজারে কয়েকবার পদক্ষিণ শেষে ইউপি কার্যালয়ে প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন,যারা পেছনে থেকে চেয়ারম্যান আ.হাদী মিয়ার সমালোচনা করেন,তারা সামনে এসে প্রমাণ দেখান। তা না হলে আমরা আপনাদের এ ধরনের সমালোচনার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশ্রাফ।
এ সময় আরো বক্তব্যে রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাফিজ মাস্টার, সাধারন সম্পাদক হাজী আবুল কালাম, যুগ্ন-সাধারন সম্পাদক শ্রী মিহির চন্দ্র রায়, সাংগঠনিক সেলিম মিয়া, প্রচার সম্পাদক ইউসুফ বেপারী, সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কে এম ফয়েজ বাবু, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক হোসেন, সাবেক সভাপতি শাহনেওয়াজ প্রমুখ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৩ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur