হানারচর ইউনিয়নে চেয়ারম্যানের মাস্ক বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নে মহামারী করোনাভাইরাসে স্বাস্থ্য সুরক্ষায় পথচারীদের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।

৪ জুলাই রোববার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. সাত্তার রাঢ়ী বিভিন্ন রাস্তায় ও হাট-বাজারে প্রায় ৫ শতাধিক মাক্স বিতরণ করেন। এছাড়াও চলমান লকডাউন এর শুরু থেকে সরকারের নির্দেশনা বাস্তবায়নের ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে ও পাড়া-মহল্লায় মাইকিং করা হয়।

এসময় ইউনিয়ন পরিষদ সচিব এম.এ. কুদ্দুছ রোকনসহ ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. সাত্তার রাঢ়ী বলেন,
মহামারী করোনাভাইরাসের কারণে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। তাই এর থেকে বাঁচতে আমাদের সচেতন থাকার কোনো বিকল্প নেই। আপনারা চলমান লকডাউনে অযথা ঘর থেকে বের হবেন না। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাক্স পরে নিজে সুস্থ থাকবেন এবং পরিবারকে সুস্থ রাখবেন।

প্রতিবেদক:আশিক বিন রহিম, ৪ জুলাই ২০২১

Share