চাঁদপুর জেলার ৯ ইউপি চেয়াম্যানের শপথ আজ রোববার (২৪ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
এসব চেয়ারম্যানদের শপথ দিবেন চাঁদপুর জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল।
বিষয়টি জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।
চাঁদপুর জেলার এ ৯ ইউপি চেয়ারম্যানরা হচ্ছেন, চাঁদপুর সদরের রামপুর ইউপির আল মামুন পাটোয়ারী (আওয়ামী লীগ, মৈশাদী ইউপি মনিরুজ্জামান বাবলু (বিএনপি)।
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউপির আবদুস সোবহান সরকার (আওয়ামী লীগ), ফরাজাকান্দি ইউনিয়ন দেলোয়ার হোসেন দানেশ (আওয়ামী লীগ), গজরা ইউনিয়নের হামিদ দর্জি (আওয়ামী লীগ)।
শাহরাস্তির উপজেলার মেহের উত্তর ইউপির মো. মনির হোসেন(আওয়ামী লীগ), মেহের দক্ষিণ ইউপির মো. সফি আহমেদ মিন্টু(আওয়ামী লীগ), টামটা উত্তর ইউপির মো. ওমর ফারুক দর্জি, (স্বতন্ত্র), টামটা দক্ষিণ ইউপির মো. জহিরুল আলম মানিক (আওয়ামী লীগ)
চাঁদপুর টাইমস রিপোর্ট : আপডেট, বাংলাদেশ সময় ৪:৩০ এএম, ২৪ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur