কচুয়ায় চেয়ারম্যানসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

চাঁদপুরের কচুয়ায় ৫ জানুয়ারির ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

১২ ডিসেম্বর যাচাই-বাচাইয়ের দিনে উপজেলা নির্বাচন অফিসার আবু বকর ছিদ্দিক ঋন খেলাপীর দায়ে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলে শনিবার চাঁদপুর বিজ্ঞ আপিল বিভাগ তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বৈধ হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন,বিতারা ইউপি চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদার,পাথৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জুয়েল,আলী আক্কাস মোল্লা, পালাখাল মডেল ইউনিয়নে মনির সরকার,আশরাফপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজাউল মাওলা হেলাল মুন্সি।

এছাড়া আশরাফপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনিছুর রহমান ও কাদলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো: আবু বকর মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার আবু বকর ছিদ্দিক ৫জন চেয়ারম্যান ও ২জন ইউপি সদস্য প্রার্থী বৈধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ ডিসেম্বর ২০২১

Share