Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি ভাইস চেয়ারম্যানকে অপসারণ
মন্ত্রণালয় আদেশে শাহরাস্তি ভাইস চেয়ারম্যানকে অপসারণ

শাহরাস্তি ভাইস চেয়ারম্যানকে অপসারণ

শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে আবুল হোসাইনকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এক পরিপত্রে এ আদেশ প্রদান করা হয়।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু’র অভিযোগের আলোকে ওই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহারের নিকট প্রেরিত এক পত্রে মো. আবুল হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভোলদিঘী কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হিসেবে দ্বৈত পদে কর্মরত থাকায় বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচর হয়।

এদিকে গত ৪ নভেম্বর ২০১৫, ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখে জারিকৃত কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে ও ৭ ডিসেম্বর ২০১৫ এবং ২৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে দু’টি জবাব সন্তোষজনক নয় মর্মে এ অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে ১৬ জুলাই ২০১৬ তারিখে ১৯৯৮ সংশোধন আইন ২০১১ ধারা এর ৮ (২) (ঙ) ধারা লংঘনের দায়ে তাকে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়।

ওই অপসারণের চিঠি শাহরাস্তি উপজেলার বিভিন্ন দপ্তরে এলে বিষয়টি নিয়ে ভাইস চেয়ারম্যান আবুল হোসাইনের সাথে কথা বললে তিনি চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করেন।

প্রসঙ্গত, উপজেলা জামায়াত আমীর মো. আবুল হোসাইন ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

এ বিষয়ে অভিযোগকারী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু জানান, নির্বাচনী হলফনামায় মাওঃ আবুল হোসাইন ভোলদিঘী কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হিসেবে কর্মরত থাকার বিষয়টি উল্লেখ না করে নির্বাচনে অংশগ্রহণ করেন।

এছাড়া ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও ২১ ফেব্রুয়ারি বিভিন্ন জাতীয় দিবসে তিনি অংশগ্রহণ করেন না।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ পিএম, ২২ জুলাই ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply