মতলব দক্ষিণে বর্তমান ৪ চেয়ারম্যানই হলেন নৌকার মাঝি

সকল জল্পন কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকার মাঝি হলেন মতলব দক্ষিণ উপজেলার ৪ ইউনিয়ন বর্তমান চেয়ারম্যানগণ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়নের দলীয় অর্থাৎ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকার প্রতীক পাওয়ার জন্য ৪ ইউনিয়নের একাধিক প্রার্থী জেলা,উপজেলা ও কেন্দ্রে যে যার মতো করে তদবির করেছেন।

কে পাচ্ছেন নৌকার টিকিট? এ নিয়ে আলোচনা-সমালোচনা, গ্রুপিং, লবিং ছিল গত ৩/৪ দিন যাবৎ।

২৬ অক্টোবর মঙ্গলবার দুপুরের পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটে।এতে বর্তমান চেয়ারম্যান দেরকেই পুনরায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলটির শীর্ষ পর্যায়ের নির্ভর যোগ্য তথ্য মতে নিশ্চিত হওয়া গেছে। ।

দলীয় সূত্রে আরো জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা ২৫ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিভাগে ইউনিয়ন পরিষদে মনোনয়ন নিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের একদিন পর মঙ্গলবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়নে দলীয় প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মিজানুর রহমান সেলিম(ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য), নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আব্দুস সালাম মৃধা মামুন(ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি), উপাদী উত্তর ইউনিয়নের শহীদু উল্লাহ প্রধান ও  উপাদী দক্ষিণ ইউনিয়নের গোলাম মোস্তফা (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)।

উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, জানা যায়, চারটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ১শত ৪৭ জন। তার মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩শত ২১ জন ( পুরুষ ৮,১২৮ এবং নারী ৮,১৯৩)।

নাযয়েরগাঁও দক্ষিণে মোট ভোটার ২০ হাজার ৮শত ৯৩ ( পুরুষ ১০,৬৪৪ এবং নারী ১০,২৪৯)। উপাদী উত্তর ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৫শত ৬০ জন ( পুরুষ ১১,৬৫৩ এবং নারী ১০,৯০৭)। উপাদী দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৩শত ৭৩ জন (পুরুষ ১০,২৯২ এবং নারী ৯,০৮১)।

তৃতীয় দফার তফসিল মোতাবেক প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার। ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৬ অক্টোবর ২০২১

Share