Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা
চেয়ারম্যান পদে

শাহরাস্তি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও শাহরাস্তি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ইলিয়াছ মিন্টু।

২৯ মে শনিবার বিকেলে শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ প্রার্থিতা ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই রাজনীতিতে যুক্ত। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করতেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছি। তিন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদাহরণ তুলে ধরে বলেন, আমাদের প্রানপ্রিয় অভিভাবক চান এলাকাটি ভালো ভাবে গড়ে তুলতে, তাই এমপি মহোদয়ের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী তাই নৌকা নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে চাই। এজন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের প্রতি আমার দূর্বলতা রয়েছে। আমি এক সময় এ পেশায় জড়িত ছিলাম। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, মেহের ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আঃ মান্নান ব্যপারী। এসময় শাহরাস্তি উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মো.জামাল হোসেন,৩০ মে ২০২১