চাঁদপুরের হাইমচর উপজেলার ফারুক-ই-আজম আদর্শ দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসায় আঙিনায় সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছিলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহেদুর রহমান।
তিনি বলেন, ‘শুধু ভাল ছাত্র হলেই চলবে না খেলাধুলাসহ পাঠ্যপুস্তকেও ভালো হতে হবে। তাহলেই একজন ছাত্রকে ভালো ছাত্র বলা যাবে। ক্রীড়া প্রতিযোগিতা লেখা পড়ার মানোন্নয়নে সহায়ক হবে।’
মাদরাসার সুপার মাওঃ একে এম ওয়ালি উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. রিজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য মাও. মোহাম্মদ আবদুল হক।
আরও বক্তব্য রাখেন মাদরাসা পিটিএ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম জমাদার, অভিভাবক মোঃ নজির জমাদার, সহকারি শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ কামরুল ইসলাম মাল, মোঃ মহিউদ্দিন মাঝি।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
বিএম ইসমাইল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur