Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / চূড়ান্ত মনোনয়নে দল আমাকে মূল্যায়ন করবে: এমএ হান্নান
মনোনয়নে

চূড়ান্ত মনোনয়নে দল আমাকে মূল্যায়ন করবে: এমএ হান্নান

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতু কুমার বড়ুয়ার কাছ থেকে এম এ হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মিজি, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, পৌর মহিলা দলের আহ্বায়ক আলেয়া বেগম এবং পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন।

এর আগে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন আলহাজ্ব এম এ হান্নান। এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে বিএনপির নেতাকর্মী ও ফরিদগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেন।

সংবাদ সম্মেলনে এম এ হান্নান বলেন, “চারবারের সংসদ সদস্য প্রয়াত আলমগীর হায়দার খানের হাত ধরে আমি বিএনপির রাজনীতিতে যুক্ত হই। গত তিন দশক ধরে ফরিদগঞ্জবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। জনপ্রিয়তা, সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক অভিজ্ঞতা—সব দিক থেকেই আমি এগিয়ে রয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে দল আমাকে যথাযথভাবে মূল্যায়ন করবে।”

তিনি আরও বলেন, “বিএনপির একজন দায়িত্বশীল কর্মী ও প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দলের নেতাকর্মী ও উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে প্রাথমিকভাবে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।

প্রতিবেদক:শিমুল হাছান,
১৮ ডিসেম্বর ২০২৫