হাজীগঞ্জে রাতের আধাঁরে বসতঘরে চোরের হানা। ঘটনাটি ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়নের দিকছাইল গ্রামে ঘটেছে।
জানা যায়, দিকছাইল গণি মিজি বাড়ীর মৃত সফিউল্ল্যাহ ছেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমান হোসেনের পাকা বসতঘর খালি পেয়ে চোরের দল প্রবেশ করে। ঘরের ভিতরে থাকা, আলমারি, সুকেশের তালা ভেঙ্গে ২ ভরি স্বর্ণ ও কিছু নগদ টাকা নিয়ে যায়। তাছাড়া প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে পেলে যায়।
শুক্রবার সকালে বাড়ীর মহিলা শানু ও বিলকিছ বিল্ডিং ভ্যান্টিলেয়াটর ভাঙা দেখতে পায়।
পরে বাড়ীর লোকজন বুঝতে পেরে ঘরের মালিক ঢাকা অবস্থান ইমান হোসেনকে ফোনে চুরির বিষয়টি জানায়।
চুরির বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান এবং প্রশাসনের সৃ-দৃষ্টি কামনা করেন ইমান হোসেন।
স্থানীয় চেয়ারম্যান কবির হোসেন বলেন, চুরির বিষয়টি শুনেছি, সাম্প্রতিক সময়ে চোরচক্র নিয়ে আমরা প্রশাসনকে অচিরেই অবহিত করবো।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur