Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
চুরি

কচুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের রবিবার রাতে শাসনপাড়া গ্রামে আলামিন নামের এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধুর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে নগদ ৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ৩ লাখ টাকার মালামাল লুটে নেয় অজ্ঞাত চোরের দল।

সরেজমিনে গেলে উপজেলার উত্তর শিবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলামিন জানান, প্রতিদিনের ন্যায় রোববার নিজ বাড়িতে মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে একদল অজ্ঞাত চোর ঘরের দুদিকের সিধঁ কেটে গৃহে প্রবেশ করে আলমিরা থাকা নগদ টাকা ও বেশকিছু স্বর্ণালঙ্কার মোবাইলসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটে নেয়।

তিনি বলেন, বিগত দিনে এ ধরনের কোনো ঘটনা হয়নি। বর্তমানে আমাদের বাড়িসহ আশপাশের বাড়িতে চুরি বৃদ্ধি পেয়েছে।

আল আমিন হোসেনের বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো.নজরুল ইসলাম মাষ্টার বলেন, বিগত দিনে ৩০ বছরেও এই বাড়িতে কোনো ধরনের চুরি হয়নি। ইতিমধ্যে পাশ্ববর্তী কয়েকটি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এতে আমরা উদ্বিগ্ন অবস্থায় আছি।

তিনি আরো বলেন, চোর চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে আমরা জোর দাবি জানাই।

ইউপি সদস্য ছাদেক পাটওয়ারী বলেন, চুরির বিষয়টি আমি শুনে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবারের খোজঁ খবর নিয়েছি এবং কচুয়া থানা ওসি মহোদয়কে বিষয়টি অবগত করেছি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ আগস্ট ২০২১