চীনে আবার নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটিতে আজ (মঙ্গলবার) ৭৮ ব্যক্তিকে করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত করার পর এই আশংকা দেখা দিল।
যেসব ব্যক্তিকে করোনা সংক্রমিত হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা সবাই বিদেশ থেকে চীনে ফিরেছিলেন। এর আগে গতকাল এক সপ্তাহের মধ্যে মাত্র একজনকে করোনা সংক্রমিত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। গতকাল চীনে সাতজন মারা গেছে যাদের সবাই উহান শহরের।
এতদিন মনে করা হচ্ছিল যে, চীনে করোনাভাইরাস পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে কিন্তু আজ নতুন করে ৭৮ জনের সংক্রমনের খবর বের হওয়ার পর এই উদ্বেগ ছড়িয়ে পড়েছে যে, দ্বিতীয় দফায় দেশটিতে আবার সংক্রমনের ঢেউ আছড়ে পড়তে পারে। অথচ আজই খবর বের হয়েছে, আগামী ৮ এপ্রিল উহান শহর খুলে দেয়া হবে। আর তার আগে আগামীকাল থেকে হুবেই প্রদেশের অন্যান্য শহরে উন্মুক্ত করা হবে।
বার্তা কক্ষ, ২৫ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur