চীনের রাজধানী বেইজিংয়ে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বেইজিংয়ের দক্ষিণ ডাক্সিং শহরে এ ঘটনা ঘটে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
সিনহুয়া জানায়, তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত সেপ্টেম্বরে দেশটির তাইঝউ শহরে দুটি বাড়িতে আগুন লেগে ১১ জন নিহত হন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১২ : ০০ পিএম, ১৯ নভেম্বর, ২০১৭ রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur