করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় এসেছে ১০ সদস্যের চীনা মেডিকেল টিম
।
৮ জুন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে চীনের স্বাস্থ্যকর্মীদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত চীনা মেডিকেল টিম ঢাকায় ১৪ দিন থাকবে। এসময় তারা করোনা রোগীদের পর্যবেক্ষণ করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার এবং পরীক্ষার ল্যাবগুলোতে কাজ করবেন।
বাংলাদেশি সহযোগীদের সাথে মহামারী নিয়ে গভীর আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন তারা।
গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং টেলিফোনে কথা বলেন। ওই সময় করোনাভাইরাস মোকাবিলার সর্বাত্মক যুদ্ধে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন চীনের প্রেসিডেন্ট। ওই সহায়তার অংশ হিসেবে চীনের চিকিৎসা বিশেষজ্ঞরা বাংলাদেশ সফরে এলো।
ঢাকা ব্যুরো চীফ, ৮ জুন ২০২০