Home / চাঁদপুর / চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ’র অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলেন শিক্ষার্থী ও অভিভাবকরা
চিল্ড্রেন

চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ’র অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলেন শিক্ষার্থী ও অভিভাবকরা

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ কাউছার পাটওয়ারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট ) সকালে শহরের ওয়্যারলেছ বাজার এলাকাস্থ বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে বিদ্যালয়ের কোমলমতি ক্ষুদে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাও। তাদের কান্নায় অনুষ্ঠান স্থলে সৃষ্টি হয় এক আবেগঘন এক পরিবেশ।

এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষ মোঃ কাউছার পাটওয়ারীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের পক্ষ থেকেও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন গাজী, বিদ্যালয় পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার শেখ। বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমেনা বেগম, সাবিনা ইয়াসমিন, নাজমুল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শাহানারা আক্তার রুমা, পরিচালক মোঃ নজরুল ইসলাম, জিয়া পাটোয়ারী, মোঃ আল আমিন, শ্রী সুমন চন্দ্র শীল, মোঃ কবির খলিফা, কবির খান, মোঃ সোহেল পাটোয়ারী, পলাশ মোল্লা, জাকির চৌধুরী, শহিদুল ইসলাম, কামাল হোসেন মোল্লা, মোঃ রাসেল শেখ, ফরিদ হোসেন গাজী, তানজিলা আক্তার, রানা হাওলাদার, বাবুল সর্দার‌ প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগাদী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, অভিভাবকদের পক্ষ থেকে সরদার খান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহাগ প্রধানীয়া, রাবেয়া বস্রি তানিয়া, শিক্ষকদের পক্ষে রাবেয়া আক্তার, জাকিয়া ইসলাম, রোমেন হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করে পঞ্চম শ্রেণী শিক্ষার্থী মারিয়াম রহমান। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর চিলড্রেন একাডেমির নবাগত অধ্যক্ষ আসমা খানম।

বক্তারা বলেন, আমাদের সকলের প্রিয় শিক্ষক মোহাম্মদ কাউছার পাটোয়ারী ছিলেন এই বিদ্যালয়ের একটি বটবৃক্ষ। তিনি তার ছায়া এবং মায়ায় শিক্ষার্থী এবং শিক্ষকদের আগলে রেখেছিলেন। তার কর্মদক্ষ পরিশ্রমে চাঁদপুর চিলড্রেন একাডেমি শহরের বুকে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আজ তাঁকে বিদায় জানাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটিই প্রমাণ করে তিনি এই প্রতিষ্ঠানে চাকরি জীবনে কতটা সফল ছিলেন।

বক্তারা আরো বলেন, আমাদের সকলের প্রিয় কাউছার পাটওয়ারী স্যার জীবনের প্রয়োজনে ইটালী প্রবাস জীবনে নতুন কর্মস্থলে যোগ দিবেন। আমরা আশা করছি সুদূর প্রবাসে থেকেও তিনি অনলাইন মাধ্যমকে ব্যবহার করে আমাদের বিদ্যালয়ের সাথে থাকবেন। আমরা তার আগামী দিনের কর্মজীবনের সাফল্য কামনা করছি।

সংবর্ধিত অতিথির বক্তব্যে চাঁদপুর চিল্ড্রেন একাডেমির বিদায়ী অধ্যক্ষ মো. কাউছার পাটওয়ারী বলেন, এই বিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটির সকলের সাথে আমার আত্মার সম্পর্ক গড়ে ওঠেছে। আজকে তাদের থেকে বিদায় নিতে আমার হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে। এই বিদ্যালয় নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। আমি যেখানেই থাকি, সেই স্বপ্ন পূরণে চেষ্টা করে যাব‌। আজকে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমার ক্ষুদ্র জীবনে অনেক বড় প্রাপ্তি।

অনুষ্ঠানে সার্বিক সমন্বয়ে ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক, শাহানারা আলম, শিখা আক্তার, রেশমিন আক্তার, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা দিবা, মোঃ নজরুল হোসাইন, সুমাইয়া আক্তার ও মোঃ রুহুল আমিন ও শারমিন আক্তার।

প্রতিবেদক: আশিক বিন রহিম/ ২ আগস্ট ২০২৫