চাঁদপুরে চিলেকোঠা রেস্টুরেন্ট উদ্বোধন
চাঁদপুরে ভোজন প্রিয় মানুষদের জন্য উন্নত-রুচিশীল,বাংলা ও চাইনিজ খাবারের সমাহার নিয়েযাত্রা শুরু করলো চিলেকোঠা নামে নতুন একটি রেস্টুরেন্ট। ১৫ ডিসেম্বর সোমবার চাঁদপুর শহরের গাছতলা এলাকায় মডেল মসজিদের সামনে অবস্থিত এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে কুরআনের হাফেজ, ক্ষুদে শিক্ষার্থী এবং সুধীজনদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর মডেল মসজিদের ইমাম মাওলানা মাহদী হাসান।
এর আগে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জসিম উদ্দিন মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার (এসও) ইঞ্জিনিয়ার সৈয়দা ইসরাত ফেরদৌসী।
আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান, চিলেকোঠা রেস্টুরেন্টের পরিচালক জান্নাতুল ফেরদাউস, সোহেল খান, নাজমুল হাসান নাহিদ, আবুল হাসানাত।
তারা জানান, এখানে বাংলা খাবার, থাই, চাইনিজ এবং ফাস্টফুডসহ অনেক রকমের খাবার থাকবে। ভেজাল মুক্ত, নিরাপদ, পুষ্টিকর ও উন্নত খাবার পরিবেশনই আমাদের অঙ্গীকার।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৫ ডিসেম্বর ২০২৫