চিত্রনায়িকা শ্রাবন্তীর বাগদান সম্পন্ন

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তীর সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে । বাগদানের পর এই প্রথম ছবি প্রকাশ করলেন তিনি। টুইটারে বাগদানের ছবিসহ টুইট করেছেন শ্রাবন্তী।

টুইট বার্তায় লিখেছেন, ‘দ্য রয়্যাল জার্নি বিগিনস…’। ধুমধাম করে বাগদান সেরে ফেললেন শ্রাবন্তী। তার জীবনসঙ্গী হলেন সুপারমডেল কৃষ্ণ ভিরাজ। এই অনুষ্ঠানে হাজির ছিলে গোটা টলিউড।

এক বছর প্রেম করার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন এই তারকা জুটি।

মুম্বাইতে তাঁদের প্রথম আলাপ হয়। তার পর তা প্রেমের চেহারা নিতে বেশি সময় নেয়নি। বয়ফ্রেন্ডের নামে নিজের হাতে ট্যাটু করিয়েছেন এই নায়িকা।

কাজের জন্য দু’জনে দুই শহরের বাসিন্দা। বিয়ের পর কি শ্রাবন্তী পাড়ি জমাবেন মুম্বাইতে? সে উত্তর দেবে ভবিষ্যত। আপাতত ছুটিতে যাচ্ছেন শ্রাবন্তী-কৃষ্ণ। তবে কোথায় তা নিয়ে মুখ খোলেননি কেউই।

নিউজ ডেস্ক ।। আপডেট ০৮:২২পিএম,১১ জুলাই ২০১৬,সোমবার
এইউ

Share