Home / উপজেলা সংবাদ / কচুয়া / একহাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা

একহাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা

কচুয়া উপজেলার দূর্গাপুর ফুলকুড়ি ক্যাডেট একাডেমীতে স্থানীয় এলাকার ১ হাজার গরীব ও অসহায় নারী-পুরুষদের মাঝে ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর পক্ষে দাঁড়িপাল্লার সমর্থনে ও বিতারা ইউনিয়ন ৩নং ওয়াডের জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার দিনভর এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ওয়ার্ড জামায়াতে ইসলামীর-সভাপতি মো. মহব্বত আলীর পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিতারা ইউনিয়ন জামায়েতে ইসলামী আমীর মো: নাসির উদ্দিন মোল্লা, সাংবাদিক মো : শাহাদাত হোসেন মুন্সি, জিসান আহমেদ নান্নু, জামায়েত নেতা মো: আবু তাহের মোল্লা, মাও: মো: কবির হোসেন, আবুল খায়ের প্রমুখ।

এ সময় গরীব অসহায়ের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন, ঢাকা ইবনে সিনা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আনিছুর রহমান, ডা: নাছরিন সুলতানা, ডেন্টিস্ট মেহেদী হাসান সোহাগ ও ডাঃ মো: সোহাগ মিয়া। এদিকে দুর্গাপুর গ্রামে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুবই আনন্দিত ভোদ করেন সাধারণ সেবা প্রত্যাশী মানুষ।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,
৩০ নভেম্বর ২০২৫