দেশব্যাপী ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগের প্রকট বেড়ে যাওয়ায় সচেতনতা বৃদ্ধি ও জনাব তারেক রহমানের জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব ) এর চাঁদপুর জেলা শাখার আয়োজনে এবং চাঁদপুর সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সার্বিক তত্ত্বাবধানে এবং চাঁদপুর জেলা বিএনপি’র সার্বিক সহযোগিতায় ৭ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) উত্তর শ্রীরামদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোবারক হোসেন চৌধুরী।
তিনি বলেন, “জনগণের মৌলিক অধিকার রক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া বিএনপির অঙ্গীকার। রোগীরা সারাদিন চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পাবেন।”
এই উদ্যোগ সবচেয়ে বেশি উপকৃত করছে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষেরা, যারা সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া বা প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য রাখেন না। বিএনপি বাংলাদেশের মানুষের দল। বিএনপির ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি কখনো পালিয়ে যায় না অথবা ভয়ে আত্মসমর্পণও করে না।
এ সময় তিনি আরও বলেন, ‘মানুষের দুঃখ, দুর্দশা লাঘবে আমরা অত্যন্ত সচেতন। সেই লক্ষ্যে চাঁদপুর সদর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এর তত্ত্বাবধানে এখানে বিভিন্ন পর্যায়ের ডাক্তারা এসে সেবা দিচ্ছেন। শুধু এখনই নয়, আগামীতেও এ ধারনের মেডিক্যাল ক্যাম্প ধারাবাহিক ভাবে আয়োজন করব।’
এ সময় ডাঃ মোবারক হোসেন চৌধুরী স্থানীয় মানুষদের কাছে বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন নির্বিঘ্নে দেশে ফিরে মানুষের পাশে থাকতে পারেন সেজন্যও দোয়া করতে বলেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ড্যাব নেতারা। যাদের মধ্যে ছিলেন, ডাঃ সৈয়দ আহমেদ কাজল, ডাঃ হারুনুর রশিদ ডাঃ নুরে আলম মজুমদার, ডাঃ আকরাম আলী, ডাঃ ওমর ফারুক সবুজ, ডাঃ ইফতেখারুল আলম, ডাঃ সিজান শেখ, ডাঃ নুসরাত হোসেন বাঁধন, ডাঃ আব্দুল কাদের জিলানী, ডাঃ তাওহিদুল হক মাহফুজ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, চাঁদপুর জেলা বিএনপির জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, ত্রাণ ও পুনবাসন সম্পাদক আলী আহমাদ সরকার, সহ যুব বিষয়ক সম্পাদক দীন মোহাম্মদ জিল্লু, সদস্য শামসুল হক প্রধানীয়া, পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শামসুল আলম সূর্য, জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক সম্রাট বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রুবেল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী, কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম খান, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জহির ছৈয়াল, সাধারণ সম্পাদক আমিন গাজী, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল রাড়ি, সদস্য সচিব নূর মোহাম্মদ, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প সফল করতে সাহায্য করেন।
উল্লেখ: আয়োজিত এই বৃহৎ মেডিক্যাল ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৩০ জন মেডিকেল টেকনোলজিস্ট সারাদিন সেবা দেন, যা এলাকায় স্বাস্থ্যসেবায় এক বিরল উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। এত বড় পরিসরে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা আয়োজনকে স্থানীয়রা বিরল উদ্যোগ হিসেবে দেখছেন। এ মানবিক কার্যক্রম জনমনে নতুন আশার সঞ্চার করেছে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী/
১৫ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur