কচুয়ায় দুহাজার রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহবাহী রাগদৈল ইসলামিয়া আলিম মাদরাসায় স্থানীয় এলাকার ২ হাজার গরীব ও অসহায় নারী-পুরুষের মাঝে ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ‘রুহামা ফাউন্ডেশন ফর সোসাইটির’ আয়োজনে শুক্রবার দিনভর এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. রোস্তম আলী সরকারের সভাপতিত্বে ও রুহামা ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ মনির হোসেন হেলালীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ মাদরাসার শিক্ষা বোর্ডের রেজিস্টার প্রফেসর ছালেহ আহমাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মাহতাব হোসেন,বাংলাদেশ ইসলামী ব্যাংকের এমডি ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডা. মো. সোলায়মান, সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল মান্নান মোল্লা, ইঞ্জি. আমির হোসেন, ইঞ্জি. সিরাজুল ইসলাম, ডা: ফেরদৌস রহমান ও সংগঠনের সভাপতি মো. নুরুল হক প্রধান প্রমুখ। পরে অতিথিবৃন্দ রাগদৈল ইসলামিয়া আলিম মাদরাসায় শিক্ষার মানোন্নয়ে মতবিনিময় করেন। এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৪ নভেম্বর ২০২৫