চাঁদপুরের ফরিদগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
৫ মার্চ রোববার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উক্ত অনুদানের চেক হস্তান্তর করা হয়।উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেছেন, ক্যান্সার, থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকতে হলে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। আমাদের দেশের মানুষ নিজেদের স্বাস্থ্য বিষয়ে সর্বদা উদাসিন থাকেন বলেই আমরা এসব কঠিন রোগে সহজেই আক্রান্ত হই। এছাড়া আগে এক সময় ক্যান্সারের কোন চিকিৎসা নেই বললেও বর্তমানে চিকিৎসা রয়েছে। এর জন্য প্রয়োজন নিয়ম মেনে চলা। মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ নিয়েছেন, যার মধ্যে একটি হলো অস্বচ্ছল পরিবারদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আর্থিক সহযোগিতা করা। এছাড়া প্রতিটি জেলায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন। উপজেলা পর্যায়েও বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিৎসা হয়ত দ্রুত চালু হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামে গ্রামে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। আগামীদিনেও যাতে দেশের চিকিৎসা ব্যবস্থাকে গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারে এইজন্য শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আসতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পারলেই তা সম্ভব হবে। কারণ অবকাঠামোগত উন্নয়নসহ প্রতিটি সেক্টরের অভাবনীয় উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে, আগামীতেও হবে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আজিজুনন্নাহার, ওসি আবদুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, আ’লীগ নেতা জি. এম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, আলাউদ্দিন ভূঁইয়া, শরীফ হোসেন খান প্রমুখ।
আলোচনা শেষে ১৯জন ব্যক্তির মাঝে ৫০ হাজার করে অনুদানের চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান, ৫ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur