চাঁদপুরে সেই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন দুলাল পাটওয়ারী

চাঁদপুরে নাড়ি ভুড়ি বের হওয়া অবস্থায় জন্ম নেয়া মোহাম্মদ নামের সেই শিশুটির চিকিৎসাসেবা ব্যয়ের দায়িত্ব নিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

তার তদারকি এবং আর্থিক সহযোগিতায় ভালো এবং উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি অপারেশনের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে শিশু মুহাম্মদ।

জানা যায়, চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার মিলন গাজির স্ত্রী তাসলিমা বেগমের গর্ভ থেকে এই মোহাম্মদ নামের শিশুটি জন্মগ্রহণ করেন।

শিশুটির বড় চাচা সুমন গাজী জানান, ওই এলাকার নির্মান শ্রমিক মিলন গাজীর স্ত্রী তাসলিমা বেগমের গত ১৩ মে চাঁদপুর মা ও শিশু হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে শিশুটি জন্মগ্রহণ করে। জন্মের পর পরই চিকিৎসকরা ওই শিশুর পেটের সাথে সংযুক্ত নাড়ী ভুড়ি বের হওয়া বিষয়টি দেখতে পায়। কিন্তু শিশুটির এমন বিকৃত অবস্থা দেখে তার মাতা তাসলিমা আক্তার তাকে হাসপাতালে রেখেই তার বাপের বাড়ি চলে যায়। পরে তারা তাকে বাঁচানোর চেষ্টায় সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান।

সুমন গাজী আরো জানান, শিশু হাসপাতালের এক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, জানিয়েছেন শিশুটির পেটের সাথে সংযুক্ত বিরল প্রজাতির বিকৃত আকারের যে অংশটি রয়েছে। সেটি হচ্ছে ক্যাস্ট্রোলা টিউমার। ভালো এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তার অপারেশন করালে শিশুটিকে বাঁচানো সম্ভব হতে পারে। তবে এতে করে অনেক অর্থের প্রয়োজন। শিশু হাসপাতালের চিকিৎসক তাদেরকে ওই হাসপাতলে শিশুটিকে তিন মাস রেখে চিকিৎসা করানোর পর তার অপারেশন করানো যাবে বলে পরামর্শ দিয়েছেন।

কিন্তু তাদের তেমন সামর্থ্য না থাকায় তারা শিশুটিকে সেখান থেকে পুনরায় চাঁদপুরে নিয়ে আসেন।

এদিকে অসহায় পরিবারটি শিশুটির চিকিৎসার বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সাথে যোগাযোগ করলে তার চিকিৎসা সেবার দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এ বিষয়ে আবু নঈম পাটওয়ারী দুলাল এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, শিশুটির জন্ম নেওয়ার কদিন পর থেকেই পরিবারের লোকজন তার চিকিৎসা সেবার বিষয়ে তার সাথে যোগাযোগ করেন। এরপর তিনি ঢাকা এবং বৃহস্পতিবার সকালে তার প্রতিনিধি বাদলকে দিয়ে ওই শিশুটিকে প্রথমে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

তিনি আরো জানান, ২৮ মে শনিবার সকালে অ্যাম্বুলেন্স যোগে শিশু মোহাম্মদকে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামি শনিবার তার অপারেশন করা হবে বলে তিনি জানিয়েছেন।

প্রতিবেদকঃ কবির হোসেন মিজি, ২৮ মে ২০২১

Share