হাঁটুর ইনজুরিতে ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে ব্যাট করলেও ফিল্ডিং করেননি তামিম ইকবাল। ইনজুরি নিয়েই শ্রীলঙ্কা থেকে সরাসরি পাকিস্তান যান পিএসএলে খেলতে। পেশোয়ার জালমির হয়ে প্রথম এলিমিনেটরে মাঠেও নেমেছিলেন। তবে দ্বিতীয় এলিমিনেটরে মাঠে নামা হয়নি বাঁ-হাতি এই ওপেনারের। চিকিৎসকদের পরামর্শ নিতে থাইল্যান্ডে গেছেন টাইগার এই তারকা।
পাকিস্তানি সংবাদ মাধ্যম নিশ্চিত করে জানিয়েছে, হাঁটুর ইনজুরিতে ভুগছেন তামিম। তবে উন্নত চিকিৎসার জন্য তিনি পাকিস্তান থেকে চলে গেছেন ব্যাংককে। সেখানে চিকিৎসকদের পরামর্শ নেবেন। পেশোয়ার ফাইনালে উঠলে, প্রয়োজনে তিনি আবারো দলের সঙ্গে যোগ দিবেন বলেও জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
এদিকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কামরান আকমলের ঝড়ো হাফ সেঞ্চুরির উপর ভর শেষ পর্যন্ত করাচিকে ১৩ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। চলতি পাকিস্তান সুপার লিগে পেশোয়ারের হয়ে ৫ ম্যাচ খেলার পর জাতীয় দলে খেলতে ফিরে আসেন তামিম। মোট ৬ ম্যাচ খেলে ১৬১ রান করেছেন ৩২.২০ গড়ে। আগামী ২৫ মার্চ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে পেশোয়ার।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২:৫৫পি.এম ২২মার্চ,২০১৮বৃহস্পতিবার
কে এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur