চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন এক আসহায় (অজ্ঞাত) রোগীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। সোমবার (২৩ এপ্রিল) তিনি হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের নিকট তার চিকিৎসার বিস্তারিত খোজ-খবর নেন।
দূর্ঘটনায় আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি থাকা অজ্ঞাত লোকটির চিকিস্বার্থে রোবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মো. হাসিবুল ইসলাম নামের এক ব্যাক্তি জেলা প্রশাসকের দৃস্টি আকর্শণ করে একটি পোস্ট দেন।
এতে তিনি অজ্ঞাত লোকটির ছবিসহ পোস্টে চাঁদপুর জেলা প্রশাসকের সহযোগিতা কানা করেন। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তৎক্ষনাত তিনি হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিমের সাথে আলাপ করে অসহায় অজ্ঞাত লোকটির অবস্থার খবর নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
জেলা প্রশাসকের এই মানবিক কাজের জন্যে চাঁদপুরের বিভিন্ন স্তরের মানুষ তাকে অন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভূয়সী প্রশংসা করেন।
প্রতিবেদক : আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur