দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) ইকবাল মাহমুদ বলেছেন, ‘জাতির সংকটময় সময়ে যেসব বাড়ির মালিক চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার কথা বলেন বা বাধ্য করেন, তাঁদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে দুদক। অবৈধ সম্পদের উৎস পেলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান আজ বৃহস্পতিবার এই কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, জাতির এই সংকটময় সময়ে ডাক্তার, নার্স,ওয়ার্ডবয় এবং অন্য স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত আছেন। তাঁদের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনো প্রকার অসম্মান করা আইনগতভাবেই অপরাধ।
চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে খারাপ আচরণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমার যতটা মনে পড়ে, দেশে বিদ্যমান সংক্রামক রোগ আইন, ২০১৮ অনুসারে এই জাতীয় আচরণ শাস্তিযোগ্য অরপরাধ। আমরা বিশ্বাস করি, কেউ যদি এই আইনের লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। এরপরও যদি কোনো বাড়ির মালিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাহলে দুদক আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে দুদক।’
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘অতীতেও আমরা বারবার স্মরণ করিয়ে দিয়েছি, ত্রাণকাজে দুর্নীতি করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। আজও বলছি, ত্রাণকাজে অন্যায় করলে মামলা বা গ্রেপ্তারের মতো আইনি কার্যক্রম চলবে এবং দ্রুততর সময়ে চার্জশিট দাখিল করে অপরাধীদের শাস্তি নিশ্চিতকল্পে বিচারিক কর্মপ্রয়াসে দুদক সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে।’
বার্তা কক্ষ,১৬ এপ্রিল ২০২০