ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে চিংড়ি প্রতীকে ভোট দিন: এম এ হান্নান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এম এ হান্নানের সমর্থনে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা গণমিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, “আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে চিংড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবায় থাকার সুযোগ করে দিন।”

তিনি আরও বলেন, “কেউ কাউকে ভয় দেখিয়ে লাভবান হতে পারবে না। যদি কেউ আপনাদের হুমকি দেয়, আপনারা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। এমনকি আমি নিজেও যদি কখনো আপনাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকি, আপনারা আমাকেও জবাব দিতে দ্বিধা করবেন না।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। তিনি সমর্থকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “কাউকে ভয় না পেয়ে একত্রিত হয়ে চিংড়ি প্রতীকে ভোট দিন এবং আপনাদের খেদমত করার সুযোগ দিন।”

এম এ হান্নান বলেন, তিনি দল-মত নির্বিশেষে সব মানুষের কথা বলতে চান। অতীতেও এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।

পথসভায় বক্তব্য দেন সাবেক মেয়র মো. মঞ্জীল হোসেন, চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সফিউল আলম মুকুল পাটওয়ারী, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, বিএনপি নেতা জাকির হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন সিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী এবং মহিলা দলের নেত্রী রেবেকা সুলতানা প্রমুখ। এছাড়াও চিংড়ি প্রতীকের বিপুলসংখ্যক সমর্থক সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
৩১ জানুয়ারি ২০২৬