Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে চা দোকানদারকে গরম পানি ঢেলে শরীর ঝলসে দিলেন ঘর মালিক
চা দোকানদারকে

মতলবে চা দোকানদারকে গরম পানি ঢেলে শরীর ঝলসে দিলেন ঘর মালিক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকায় ভাড়াটিয়া চা দোকানদারকে চায়ের কেটলির গরম পানি ঢেলে দিয়ে শরীর ঝলসে দেওয়ার এক অমানবিক ঘটনা ঘটেছে। ১৭ মে সোমবার সকালে বেলতলী বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভাড়াটিয়া চা দোকানদার শরীফ বেপারী (৩০)কে তার ঘর মালিক শাহীন বেপারী কথাকাটাকাটির এক পর্যায়ে তার ওপর চায়ের কেটলির গরম পানি ঢেলে দেয়। শাহিন উপজেলার বদরপুর মোল্লাকান্দি গ্রামের মৃত আর্শাদ বেপারীর ছেলে।

এতে চা দোকানদার শরীফ বেপারীর (৩০) শরীরের অধিকাংশ জায়গা ঝলসে যায়। বর্তমানে তিনি এখন ভবের চর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বিধায় রাতে তাকে শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বুধবার রাতে ঝলসে যাওয়া শরীফ বেপারীর স্ত্রী ফেরদৌসী আক্তার বাদী মতলব উত্তর থানায় মামলা করেছে ।

মামলা সূত্রে ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়,ঝলসে যাওয়া চা দোকানদার শরীফ বেপারী শাহিন বেপারীর কাছ থেকে নিয়ম মোতাবেক দোকার ভাড়া নিয়ে ফলের ব্যবসা, পান সিগারেট ও চায়ের স্টল দিয়ে ব্যবস্য করে আসছে। দোকান ঘরটিতে বৃষ্টির পানি পড়ায় সংস্কারের জন্য বহুবার তার দোকান (ঘর মালিক) শাহিন বেপারীকে অনুরোধ করলেও তিনি তাতে কর্নপাত করেন না।

তাছাড়া ভাড়া নেওয়া দোকানটিতে গত ১৬ মে রাতে তার দোকানের সাটার ভেঙে চুরি হয়। তাই তিনি ১৭ মে সোমবার চা দোকানদার আবারও ভাড়া নেওয়া দোকানটি সাটার মেরামত ও সংস্কারের কথা বল্লে ঘর মালিক শাহিন, মোঃ মুন্না (২১) মোঃ রিফাত (২০), ও কবির হোসেন (২০) ক্ষিপ্ত হয়ে চা দোকানদারের ওপর আক্রমন করে এলোপাথারিভাবে মারধর করতে থাকে।

এক পর্যায়ে চা বানানোর জন্য চুলায় রাখা কেটলির গরম পানি ভাড়াটিয়ার গায়ে ঢেলে দেয় দোকান মালিক শাহীন বেপারী। এতে চা দোকানদার শরীফ বেপারীর শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যায়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত ভবেরচর হাসপাতালে ভর্তি করে।

এদিকে বুধবার রাতে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে রেফার করে বলে জনা গেছে।

নিজস্ব প্রতিবেদক,২০ মে ২০২১