কয়েক কেজি চাল পাওয়ার অপেক্ষায় বৃদ্ধা মরিয়মজান

শত বছর বয়সী বিধবা বৃদ্ধা মরিয়মজান। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় এভাবেই তাকে সরকারি কয়েক কেজি চাল পাওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়।

বৃদ্ধা মরিয়মজান জানান, দুই মেয়ে ছাড়া তার খোরাক জোগানোর জন্য পৃথিবীতে তেমন কেউই নেই। স্বাধীনতা যুদ্ধের পর থেকেই ভিক্ষাবৃত্তি করে আজও জীবন সংগ্রামে বেঁচে রয়েছেন। দুই মেয়ে স্বামী পরিত্যক্তা হয়ে ঢাকাতে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

তিনি জানান ১২/১৩ বছর পূর্বে কালির চর এলাকায় নদী ভাঙনের পর থেকেই তিনি চাঁদপুর শহরের মৈশাদী পালকান্দি এলাকার বাঘাবাড়ীতে কোনো রকম আশ্রয় খুঁজে নিয়েছেন। অসহায় এই বিধবা বৃদ্ধা মরিয়মজান একটি সরকারি রিসিট হাতে নিয়ে এভাবেই তাকে সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক কেজি চালের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

এসব অসহায় বৃদ্ধাদের ঘন্টার পর ঘন্টা দীর্ঘ অপেক্ষা করছে শুধুমাত্র কয়েক কেজি চালের জন্য যা দেখতে খুবই হৃদয়বিদারক। তাই এসব বৃদ্ধাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য জেলা প্রশাসনের জন্য প্রতি অনুরোধ সচেতন মহলের।

প্রসঙ্গত, মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা দিয়ে ব্যাপক কাজ করে যাচ্ছেন চাঁদপুরের জেলা প্রশাসন অতীতের তুলনায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুর জেলা প্রশাসন

এদিকে করোনা পরিস্থিতিতে অসহায়,দুঃস্থ ও কর্মহীন বিভিন্ন পেশার ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রাণ (প্রধানমন্ত্রীর উপহার) বিতরণ করেছে চাঁদপুরের জেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে ৮ দফায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

৫ মে বুধবার সকাল ১১ টায় চাঁদপুর স্টেডিয়ামে ৮ম দফায় ৫শ’ পরিবারের মাঝে ৭ কেজি করে চাল বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

প্রতিবেদক: কবির হোসেন মিজি,৬ মে ২০২১

Share