চাঁদপুরে চাল-ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার মে.টন : অর্জন ১৪ হাজার ৩শ মে.ট

চাঁদপুরে এবার ২০২৩-২৪ অর্থবছরে চাল-ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা সাড়ে ১৬ হাজার ১শ মে.টন। যা ২০২৪ সালের ১৪ মে থেকে প্রতি কেজি ধান ৩২ টাকা, আতব চাল ৪৪ টাকা এবং সিদ্ধ চাল ৪৫ টাকা কেজি দরে মিলার থেকে চাল ও কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত চলমান ছিল। চাঁদপুরে চলতি অর্থবছরের ৭ হাজার ৬শ ৬ মে.টন ধান, ৭ হাজার ৬শ ৩১ মে.টন স্দ্ধি চাল এবং ৭শ ৮০ মে. টন আতব চাল সরকারি নির্দেশ মতে সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ছিল।

১৯ সেপ্টেম্বর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উচ্চমান সহকারী মো.আবদুল্লাহ আল মামুন জানান, চলতি ২০২৩-’২৪ অর্থবছরে ৭ হাজার ৪ শ ৯৬ মে.টন সিদ্ধ চাল,৬ হাজার ৬শ ৯ মে.টন ধান এবং ২শ ৮৭ মে.টন আতব চাল সংগ্রহ হয়েছে বলে জানা গেছে। প্রতি কেজি ধান ৩২ টাকা,প্রতি কেজি সিদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা কেজি দরে ক্রয় করার নির্দেশনা রয়েছে।

চাঁদপুরে ১৬ মিলারের কাছ থেকে সরাসরি চাল এবং কৃষক ও কৃষি অ্যাপস ও উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্তি এর মাধ্যমে সরাসরি ধান কেনা হয়েছে ।সরকার প্রতিবছর খাদ্যদ্রব্যের বাজার নিয়ন্ত্রণে খোলা বাজারে বিক্রির জন্য ওএমএস, ভিজিডি, ভিজিএফ ও জি আর খাদ্যের জন্য প্রতিবছর এ ধান-চাল সংগ্রহ করে থাকে। খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যামে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল।

প্রসঙ্গত,সারাদেশে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চলতি বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকের কাছ ৬ লাখ ৫০ হাজার মে.টন ধান, মিলারদের কাছ থেকে ১১ লাখ মে.টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মে.টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

আবদুল গনি
২১ সেপ্টেম্বর ২০২৪
এজি

Share