চাল চুরির সংবাদ প্রকাশে দেশের দুটি শীর্ষ অনলাইন নিউজপোর্টালের সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৮ এপ্রিল,শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় এ মামলা (নম্বর-১২) দায়ের করা হয়।
মামলাটি দায়ের করেন বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী। মামলার অপর দু’আসামী হলেন-শাওন আমিন ও রহিম শুভ।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান।
মামলার এজাহারে মোমিনুল ইসলাম ভাসানী অভিযোগ করেন, সম্প্রতি তার এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল উদ্ধার হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ৯ এপ্রিল একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার একদিন আগে অর্থাৎ ৮ এপ্রিল সকালে শাওন আমিন ও রহিম শুভ নামে দু’ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোমিনুল ইসলাম ভাসানীকে চাউল চোর আখ্যায়িত করে পোস্ট দেয়।
একদিন পর বিডিনিউজ ও জাগো নিউজে তাকে এবং তার ভাই ৪ নম্বর বড় পালাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয় ।
এতে মোমিনুল ইসলাম ভাসানী নিজের ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে এজারে উল্লেখ করেন তিনি। এ ঘটনার পর বালিয়াডাঙ্গিতে তিনি সংবাদ সম্মেলন করেন বলেও এজাহারে বলা হয়।
বালিয়াডাঙ্গী থানা সূত্রে জানা গেছে,২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৯ ও ৩১ ধারায় মামলাটি (নং-১২) রুজু করা হয়েছে। এটি তদন্তের দায়িত্ব পেয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) রামবাবু রায়।
বার্তা কক্ষ , ১৯ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur