চাঁদপুরের কচুয়ায় সম্প্রতি মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া সিএনজি চালক মিজানুর রহমান ও মহসিন গাজীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। গতকাল রবিবার সকালে উপজেলার রাগদৈল গ্রামে এলাকাবাসী তাদের মুক্তির দাবিতে স্বাস্থ্যবধি মেনে এ প্রতিবাদ সভা করেন।
ইউপি সদস্য মফিজুল ইসলাম গাজী,স্থানীয় অধিবাসী আব্দুল করিম,সফিউল্যাহ মাষ্টার ,সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ,মিজানুর রহমানের স্ত্রী আমেনা বেগমসহ আরো অনেকে জানান, সিএনজি চালক মিজান রহমান ও মহসিন গাজী একজন সহায় সম্বলহীন নিরীহ মানুষ।
তারা অন্যের প্ররোচনায় পড়ে বৃহস্পতিবার রাতে সিএনজি চালাতে গিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে প্রতারনার শিকার হয়েছেন। মূলত তারা দু’জন মাদক সেবন দূরের কথা কোনো দিন বিড়ি-সিগারেট খেতেও দেখিনা।
এলাকাবাসী আরো জানান, গত চারদিন সিএনজি চালক মিজানুর রহমান ও মহসিন গাজী মাদক উদ্ধার ও পরবর্তী মামলায় জেলে থাকায় তাদের পরিবার অন্যের বাড়িতে হাত পেতে সাহায্য সহযোগিতায় সংসার চালাচ্ছে। প্রকৃত পক্ষে তারা সিএনজি চালক।
এলাকার সব মানুষের বিভিন্ন বিপদে আপদে সিএনজি ব্যবহার কাজে তারা এগিয়ে আসে। কিন্তু ঘটনার দিন কে বা কাহারা তাদের বেশি টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আমরা গ্রামবাসী হিসেবে দুই সিএনজি চালকের সঠিক তদন্তপূর্বক তাদের নি:শর্ত মুক্তির দাবি করছি।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাতে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বাতাপুকুরিয়া এলাকায় ভোর রাতে ৫ কেজি গাঁজসহ সিএনজিতে থাকায় তাদের আটক করে। তবে গাজাঁ উদ্ধারের মূল তিন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে এলাকাবাসী দাবি করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু